স্ত্রী কে হত্যার হুমকি
জীবনের নিরাপত্তা চেয়ে লাখাই থানায় জিডি
সংবাদদাতাঃ লাখাই উপজেলার মনতৈল গ্রামে হুছনা বেগম গত ১১মে ২০২৩ইং তারিখে লাখাই থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি আবেদন করেন। আবেদনে উল্লেখ থাকে য়ে তার স্বামী দুলাল মিয়া তাকে প্রায়ই প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে। এবং তার বাড়ির আশেপাশে দেশিও অশ্র নিয়ে ঘোরাফেরা করে। য়ে কোন সময় হুসনাকে আক্রমণ করতে পারে। জানা জায় য়ে হুছনার স্বামীর বাড়ি দরিয়াপুর গ্রামে হুছনা জানায় তার স্বামী তাকে ঠিক মত ভরন পোষণ করে না তাকে মারপিট সহ বিভিন্ন ভাবে নির্যাতন করে থাকত। স্বামীর সাথে তার প্রায় তিন বছর যাবৎ মনমালিন্য হয়ে আসছে।এবং স্বামী দুলাল মিয়ার বিরুদ্ধে কোটে মামলা মোকদ্দমা রয়েছে।হুছনার ফুট ফুটে একটি ছেলে সন্তান রয়েছে
তার স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ ও তার জীবনের নিরাপত্তা চেয়ে লাখাই থানায় একটি আবেদন পেশ করেছে।
Leave a Reply