সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা,
চলার সাথী -সভাপতি মিসেস হালিমা খানম
অসুস্থ প্রতিবন্ধী কে দেখতে হাসপাতালে ছুটে যান
সংবাদদাতাঃ অসুস্থ প্রতিবন্ধী শেফালী রবি দাস (১৫) হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার ১৩নং ইউনিয়নের মন্দরী গ্রামের মন্টু রবি দাশের কন্যা। গত ১৪ মে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় য়ে শেফালী জন্মের পর থেকেই তার হাত,পা অচল,ও মুখে কথা বলতে পারে না।
খবর পেয়ে অসুস্হ প্রতিবন্ধী কে দেখতে হাসপাতালে ছুটে যান সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা, চলার সাথী সভাপতি মিসেস হালিমা খানম। এসময় তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমান ও অন্যান্য লোকজন।
Leave a Reply