পৈল রোডে টম টম উল্টে ব্যবসায়ী আমির আলী আহত।
পৈল প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার ৪ নং ইউনিয়নের পৈল রোড বড় মসজিদের নিকট টম টম উল্টে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পূর্ব পৈল গ্রামের আমির আলী গুরুতর আহত হয়েছে। স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা বুঝে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করে। ঘটনা টি ঘটেছে গত ৩ জানুয়ারী মঙ্গলবার বিকাল অনুমান ৩টা ৩০ মিনিটে। স্হানীয় লোকজন জানায় ওই দিন শায়েস্তানগর হইতে পৈল নতুন বাজারে আসার পথে ঐ স্হানে পৌঁছলে টম টম টি উল্টে যায়। এতে ব্যবসায়ী আমির আলীর হাত পা ভেঙে গুরুতর আহত হয়।এলাকার লেকজন টম টম টি আটক রাখলে ও মধ্যস্হতায় চেরে দেয়া হয়।
Leave a Reply