">
সংগঠন সহ সকলের সহযোগিতা চাইপৈল গ্রামে সনজব আলী মৃত্যু, সুষ্ট তদন্ত হয়নি মামলা,স্হানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা অনলাইন সহ – এত লেখালেখির পর ও মামলা থেকে অব্যাহতি পান নি সাংবাদিক মামুনুর রহমান।বিস্তারিত পড়ুন ——পৈল গ্রামের সনজব আলী মৃত্যুমামলা সুষ্ঠু তদন্ত হয়নি। এস আই ওয়াহেদ গাজী জানায় এস পি সাহেবের নির্দেশে ৯ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছি।সংবাদদাতাঃ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং ইউনিয়নের নামাপৈল দালান হাঁটি গ্রামে সনজব আলী মৃত্যু সুষ্ট তদন্ত হয়নি,মায়ের দাবী আমার ছেলে সনজব আলী কে কেউ মারে নি সে অসুস্হ ছিল শ্বাসকষ্ট রোগি ছিল। এ দিকে মামলার আয়ো ওয়াহেদ গাজী তদন্তের সময় শোনেন নি মায়ের আকুতি। সনজব আলী কে মৃত অবস্থায় তার বোন জামাই বানিয়াচং উপজেলার কাবিলপুর গ্রামের মর্তুজ আলী, তার শশুর বাড়ী সিকন্দরপুর গ্রামের সমন্ধিক আলমগীর, জয়পর,সহ কয়েকজন সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষা করে হাসপাতালে আসার পূর্বেই মারা গেছে বলে জানিয়ে দেন। এবং হাসপাতালের খাতায় ব্রেড ডেট লিখা হয়। সনজব আলী কে উল্লেখিত লোকেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে নিহতের মা খুদেজা খাতুন আইনের লোকজনদের প্রতি অনুরুধ জানায় তার স্ত্রী, পারবিন আক্তার, মর্তুজ আলী, আলমগীর, জাহাঙ্গীর, জয়পর কে জিঙ্গাসাবাদ করলে আমার ছেলে সনজব আলী কোথায় কি অবস্থায়, ছিল, এবং কি ভাবে মারা গেল মৃতের সঠিক ঘটনা বেরিয়ে আসতে পারে।সুরতহাল প্রতিবেদনে উল্লেখ রয়েছে য়ে সনজব আলীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের রিপোর্টে ও হত্যা আসেনি।রিপোর্টে উল্লেখ রয়েছে য়ে পূর্বে থেকে তার একটি আঙুলে চিলা যখম ওশ্বাসকষ্ট রোগি ছিল, তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। বিসারা রিপোর্টে ও কোন কিছু পাওয়া যায় নি। মামলার আয়ো এস আই ওয়াহেদ গাজী বশিরভুত হয়ে ঐ মামলার ৯ জন আসামির বিরুদ্ধে দোশি স্বাভ্যস্ত করে আমল আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমান কে ওআসামি করা হয়। গত ২০২১ ইং সনের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে পারবিন আক্তার বাদি হয়ে ৯ জন কে আসামি করে মামলা দায়ের করে ঐ মামলায় সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমান কে ৯ নং আসামি করা হয়।মামুনুর রহমান এর স্ত্রী মোছাঃ সাজমিন আক্তার মনি ৬/১০ /২০২১ইং তারিখে পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেন, সি সি ফুটেজ দেখে ও এলাকার স্হানীয় চেয়ারম্যান, মেম্বার কে বিষয়টি জিঙ্গাসাবাদ করে সুষ্ঠু তদন্তপূর্বক আমার স্বামী কে মামলা থেকে অব্যাহতি দেয়া হোক। সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমানকে আসামি করায় হবিগঞ্জের স্হানীয় পত্রিকা ও জাতীয় দৈনিক পত্রিকা অনলাইন মিডিয়া সহ নিন্দা জানিয়ে সংবাদ প্রকাশ হয়। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে ও দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমান কে মামলা থেকে অব্যাহতি দেয়া হোক এ সংবাদ প্রকাশ হয়।কিন্তুু দেখা যায় য়ে মামলার আয়ো ওয়াহেদ গাজী সুষ্ঠু তদন্ত না করে বশিরভূত হয়ে সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমান সহ ৯ জন আসামির বিরুদ্ধে কোর্টে চার্জশিট দাখিলকরেন। এ ব্যপারে সদর মডেল থানার এস আই ওয়াহেদ গাজী সাথে যোগাযোগ করা হলে সে জানায় এস পি সাহেবের নির্দেশে ৯ জন আসামিদের বিরুদ্ধে চার্জসিট দিয়েছি। আসামিদের দাবী মামলা সুষ্ঠু তদন্ত করা হোক।গত ৯ ডিসেম্বর ২২২ইং তারিখে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমানকে আসামি করায় মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়। প্রশাসনের নিকট পূনরায় সুষ্ঠু তদন্তের জন্য জোর দাবী জানানো হয়।
Leave a Reply