">
সংবাদদাতাঃ নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জে মামলা হাজিরা দিয়ে বাড়ী ফেরার পথে হবিগঞ্জ শহরের সি এন জি ষ্টেশনের নিকট পথরোধ করে বাদিপক্ষের লোকজনের হামলায় আব্দুল হাই (৬০) গুরুতর আহত হয়েছে। স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা টি ঘটেছে গতকাল বুধবার দুপুর অনুমান ১টা ৫০ মিঃ
দিকে। জানা যায় য়ে আহতের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলার চক হাবিজপুর ( বাবনা কান্দি গ্রামে) হাসপাতালে ভর্তি কৃত আহত ব্যক্তি জানায় একই গ্রামের আরজু মিয়ার স্ত্রী মল্লিকা খাতুন আক্রোশে আব্দুল হাই সহ ৬জন কে আসামি করে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে মামলা দায়ের করে। মামলা নং- ১০৫৫/২২ইং ঐ মামলার হাজিরার তারিখ ছিল গতকাল বুধবার । অন্যান্য আসামির মধ্যে ১নং আসামি আব্দুল হাই হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে হবিগঞ্জ শহরের সি এন জি ষ্টেশনের নিকট পৌছলে এসময় একা পেয়ে বাদির ৪/৫ জনের একদল লোকেরা তাকে দেশিও অশ্র নিয়ে হামলা ও মারধর করে আহত করে। পরে তাদের সুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে।
Leave a Reply