আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর ২০২২ উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহ্ মোঃ মামুনুর রহমানঃ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর, ২০২২ ইং প্রতিবছরের ন্যায় সরকারি-বেসরকারিভাবে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দর্নীতি দমন কমিশন আয়োজনে হবিগঞ্জ কালেক্টর ভবন সম্মুখে যৌতভাবে পালন করা হয়েছে ।এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবছরের মতো এবারও নানান কর্মসূচি পালন করেছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান উপস্থিতে দূর্নীতি দমন কমিশন (দুদক),ও দূর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা সংগঠন, এবং জেলার বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করেন। শুক্রবার সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়।পরে মানববন্ধন, ও আলোচনা সভা করা হয়। সকাল ১১টায় দূর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা সংগঠনের অস্থায়ী কার্যালয় শহরের পরাতন পৌরসভা রোড ল কনফিডেন্সে চেম্বারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন,উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া,সহ সাধারণ সম্পাদক হালিমা খানম, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমান, সহ সভাপতি মহরম আলী লেবু মিয়া, সিনিয়র সহ সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন, সহ অন্যান্যরা উপস্থিত ছিল। উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দরা সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমানএর উপর মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়। এবং তীব্র নিন্দা ঞ্জাপন করা হয়।
Leave a Reply