ফুটন্ত গোলাপ
এস,এস,কুদরত -ই খোদা (হেলাল)
ফুটন্ত গোলাপ
হৃদয়ের ভালবাসার দ্বার,
হৃদয় শুধু হৃদয়ই
প্রতিটি হৃদয়ের মাঝে
ফোটে আছে কাঙ্খিত
ভাল বাসার হৃদয়ের
ফুটন্ত গোলাপ,
কত সুন্দর তার সৌরভ
কত সুন্দর তার আকর্ষণ
প্রতিটি বাগানে আলোকিত
হয়েছে তার সৌন্দর্যের আকর্ষণ
গোলাফ শুধু গোলাপই নয়
সকল ফুলের আলোকিত দ্বার।
Leave a Reply