">
সংবাদদাতাঃ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন
ফারিয়া সংপঠনের সভাপতি তন্নয় দাশ এর সভাপতিত্বে সঙ্গলবার সকাল ১০ টায় হবিগন্জ কোর্ট মসজিদ সংলগ্ন এলাকায় সারা দেশের ন্যায় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ সসাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় তারা বক্তব্যে বলেন ঔষধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিগনকে কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ,দ্রব্যমূল্যের উর্ধ্বগতির গতির সাথে সামঞ্চস্য রেখে বেতনও টি, এ, /ডি এ বৃদ্বি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষনা ও চাবুরীর সু নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবী জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জামিল মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ হুসাইন খাঁন,সহ সভাপতি মোঃ তুফাজ্জুল হুসেন,যুগ্ন সাধারন সম্পাদক রাফি উদ্দিন, দপ্তর সম্পাদক হাবিব খাঁন, সহ বিভিন্ন কোম্পানির প্রায় দুইশত প্রতিনিধীগন প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন।অনুষ্টান সঞ্চালনায় ছিলেন জামিল মিয়া।
Leave a Reply