হবিগঞ্জের পৈল রোডে যাত্রী ও সাংবাদিকের সাথে খারাপ আচরণ টমটম চালকের
সংবাদদাতাঃ হবিগঞ্জ পৈল রোডে যাত্রী ও সাংবাদিকের সাথে দূর ব্যবহার করছে দুই টম টম ড্রাইভার এ বিষয়ের ঘটনায় যাত্রিও সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার দিনগত রাত অনুমান ৮টা ৫০মিঃ শায়েস্তানগর পৈল রোডে এ ঘটনাটি ঘটে। জানা জায় য়ে শহর থেকে আশা যাত্রী বাহি একটি অপারেশনের রোগির টম টম শায়েস্তানগর হইতে পৈল যাওয়ার পথে শায়েস্তানগর পৌছা মাত্র দুই টম টম ড্রাইভার রেগির গাড়ি টি কে আটক করে বলে যাত্রি নামিয়ে দেয়।
এ সময় রোগির স্বজন প্রতিবাদ করলে দুই ড্রাইভার রোগি ও স্বজনদের সাথে দূর ব্যবহার করে। রোগির টম টমে বসে থাকা সাংবাদিক মামুনুর রহমান বিষয় টি দেখে প্রতিবাদ করলে ওই দুই টম টম ড্রাইভার আঙ্গুল তুলে অশুভ আচরন করে। এবং অকত্য ভাষায় কথা বলে। বিষয়টি স্হানীয় লোকজন দেখে রোগির টম টম টি কে তাদের কবল থেকে ছাড়িয়ে দেয়।
Leave a Reply