">
চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবীতে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে ৪ ঘন্টা রাজপথ অবরোধ।
প্রতারণা করে চ শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ করার চক্রান্ত প্রত্যাখান করে ৩০০ টাকা মজুরির দাবিতে আজ ২১ আগস্ট রবিবার সকাল ১১ থেকে বিকাল ৩ টা পর্যন্ত চা শ্রমিক ইউনিয়ন লস্করপুর ভ্যালীর উদ্যাগে মাধপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে রাজপথ অবরোধ করা হয়।অবরোধ চলকাল বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ মম্পাদক নৃপেন পাল,মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার,লস্করপুর ভ্যালীর সভাপতি রবীন্দ্র গৌড়,ভ্যালীর সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বারাইক,সাবেক ইউপি মেম্বার লক্ষিচরণ বাকতি,তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সাধারণ সম্পাদক লালন পাহান,,শ্রমিক নেত্রী সন্ধ্যা ভৌমিক,সাধন তাঁতী,সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলাম, চা শ্রমিক কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার,ছাত্র যুব সংগঠনের নেতা মোহন রবিদাস,অনুপ কুমার মোখেশ,রনি,নকুল প্রমূখ। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে হবিগঞ্জ জেলা প্রশাসকের অনুরোধ বার্তা ফলশ্রুতিতে আগামী ২৩ আগস্টের মধ্যে ৩০০ টাকা মজুরি মেনে নেওয়ার শর্তে শ্রমিক নেতৃবৃন্দ বিকাল ৩ টায় অবরোধ তুলেনেন।এ সময় নেতৃবৃন্দ বলেন প্রত্যারণা ও জোড় জবরদস্তি করে ১৪৫ মজুরি চক্রান্ত আমরা প্রত্যাখান করছি এবং আগামী ২৩ আগস্টের মধ্যে ৩০০ টাকা মজুরির দাবী না মানলে ২৪ আগস্ট আবার স্থায়ী ভাবে রাজপথ আরোধ করা হবে।সকাল ১০ টা থেকেই লস্করপুর ভ্যালীর ২৩ টি চা বাগান থেকে প্রায় ১০ হাজার শ্রমিক অরোধে অংশ নেয়।
Leave a Reply