">
লাখাইয়ে জুয়াড়ীদের হামলায় এক ব্যক্তি আহত
লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে জুয়াড়ীদের হামলায় আকরাম আলী(৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। গত ১৯ আগষ্ট শুক্রবার সন্ধার দিকে এ ঘটনাঠি ঘটে।কর্তব্যরত চিকিৎসক আহত আকরাম আলীর অবস্থা বুঝে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। জানা যায় য়ে মুড়াকড়ি গ্রামের সাবেক চেয়ারম্যান আহমেদ আলীর পতিত জমিতে প্রতিদিন জুয়ার আসর বসে। জুয়ার আসর এর ফলে এলাকায় ঘটে নানা ধরনের কর্মকাণ্ড,এমন কি চুরি,চিনতাই।জুয়ার নেতৃত্বে দিচ্ছে একই গ্রামের উজ্জ্বল মিয়া ও তার লোকজন। শুক্রবার সন্ধায় আকরাম আলী প্রতিবাদ করলে উজ্জ্বল মিয়া,ও পাবেল মিয়া তাকে লোহার রড এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুতর আহত করে।পরে এলাকার লোকজন লাখাই থানায় খবর দিলে পুলিশ এসে এবং ঘটনা স্হল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply