">
সংবাদদাতাঃ সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ হবিগঞ্জ সদর শাখা অফিসে বীমা গ্রাহকের হাতে মগ পুরস্কার প্রদান করা হয়েছে।১৭আগষ্ট বুধবার সকাল ১১ টায় অফিসে বীমা গ্রাহক মোঃআবদুল ওয়াদুদ এর হাতে মগ তুলে দেন সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ হবিগঞ্জ সদর শাখা অফিসের এ জি এম মোঃ নজরুল ইসলাম, এ-সময় উপস্থিত ছিলেন সদর শাখা অফিসের হিসাব ইনচার্জ মোঃ আলাউদ্দিন, অজিত দাস,বীমা গ্রাহক আব্দুল ওয়াদুদ দুই লক্ষ টাকার একটি বীমা পলিসি চালু করায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply