">
প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা
দেশের প্রতিটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে কালো টাকায় বানিজ্য।
সংবাদদাতাঃ দেশের প্রতিটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে রোগিদের স্বজনদের কাছ থেকে কারনে অকারনে রোগির পরিক্ষা নিরিক্ষার নামে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংখের টাকা চিকিৎসা তো দুরের কথা নিশ্বঃ হয়ে বাড়ি পিড়ছে বিপদগ্রস্হ রোগিরা। এসব প্রাইভেট হাসপাতালের চটকদার বিঞ্জাপন দিয়ে নামি দামী ডাক্তারের নাম ভাঙ্গিয়ে দেশের সহজ সরল রোগি মাানুষ কে হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে মোটা অংখের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। রোগির স্বজনরা জানায় প্রাইভেট হাসপাতালে রয়েছে সরকারী হাসপাতালের ডাক্তারদের সাইনবোর্ড এসব হাসপাতালের মালিকদের সাথে আতাত করে সরকারী হাসপাতালের ডাক্তাররা সূযোগ নিয়ে রাতারাতি বনে গেছেন কোটি টাকার মালিক। রোগিরা প্রাইভেট হাসপাাতালে ডাক্তার দেখাতে গেলেই প্রথমত রিসিপশনে ৬০০ টাকা ভিজিট জমা দিতে হয় এর পরে ডাক্তার সাহেব রোগির কাছ থেকে সমশ্যার কথা জেনে চিকিৎসা পত্রে লিখে দেন ৭থেকে ৮ টি পরিক্ষা, ডাক্তার সাহেব রোগির কে বলেন এ গুলো পরিক্ষা করে নিয়ে আসেন এ সময় রোগী ও রোগীর স্বজনরা ঐ প্রাইভেট হাসপাতালের কাউন্টারে যোগাযোগ করলে তারা পরিক্ষার ফি ১০ হাজার/ ১৫ হাজার টাকা বলে জানায়।গরীব রোগীরা
পরিক্ষা করার মত তাদের নেই কোন সামর্থ্য।।পরিক্ষা না করলে ডাক্তার চিকিৎসা পত্রে লিখেন না কোন ঔষধ।
অন্যান্য রোগীরা টাকা পয়সা ফেলে পরিক্ষা করে ও হয়নি কোন রোগ নির্ণয়। প্রতিটি প্রাইভেট হাসপাতালে এ ভাবে প্রতি দিন রোগীদের কাজ থেকে হাতিয়ে নিচ্ছে কালো টাকা। সচেতন মহল এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে।
Leave a Reply