">
ভারতে ধর্মীয় অনুভূতিতে উসকানির অভিযোগে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
বিবিসি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে টুইটারে পোস্ট করা একটি লেখাকে কেন্দ্র করে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ তদন্তের সাপেক্ষে জুবায়েরকে ডাকা হয়েছিল। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিন্হা এই গ্রেপ্তারির বিষয়ে জানান, ২০২০ সালে একটি অন্য মামলায় জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। যে মামলায় আদালত ইতিমধ্যেই তাকে যাতে গ্রেপ্তার করা না হয়- তার নির্দেশ দিয়েছে। কিন্তু তাকে অন্য একটি মামলায় সোমবার (২৭ জুন) গ্রেপ্তার করা হয়েছে।
প্রতীকের অভিযোগ, ‘একাধিকবার বলা সত্ত্বেও পুলিশ এফআইআরের কোনও কপি আমাদের দেয়নি।’
পুলিশের দাবি, যথেষ্ট তথ্যপ্রমাণ হাতে নিয়েই জুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিজেদের হেফাজতে চেয়ে মঙ্গলবার (২৮ জুন) জুবায়েরকে আদালতে হাজির করানো হবে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, অল্ট নিউজ একটি অলাভজনক ‘ফ্যাক্ট চেকিং’ সংবাদ মাধ্যম। অল্ট নিউজ মূলত খবরের সত্য-মিথ্যাকে বিশ্লেষণ এবং যাচাই করে। এই সংবাদ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রতীক ও জুবায়ের।
Leave a Reply