">
ঢাকার সাভারের আশুলিয়ায় শক্রতার জেরে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে ছাত্ররা। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেলে কলেজ অ্যান্ড হাসপাতালে ছাত্রদের হামলায় আহত ঐ শিক্ষকের মৃত্যু হয়।
রোববার দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ক্রিকেট খেলা চলছিল। এ সময় ওই শিক্ষার্থীরা শক্রতার জেরে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মানবিক বিভাগের শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, শিক্ষককে খুনের ঘটনায় আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply