">
সিলেট প্রতিনিধিঃ অব্যাহত ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিলেট সুনামগঞ্জ জাফলং চেরাপুঞ্জি কানাইঘাট জকিগঞ্জ চাতক সহ বিভিন্ন এলাকায় ৬০ বৎসরের রেকর্ড করা বন্যা হয়েছে।
সিলেট সুনামগঞ্জ চাতক চেরাপুঞ্জি এই সব এলাকার পানি অনেকটা লামলে ও তারই প্রভাব পরছে এখন সদরের বাহিরে বিভিন্ন এলাকায় ও উপজেলায়, দক্ষিন সুরমা, বালাগঞ্জ ওসমানীনগর,বিশ্বনাথ, জগন্নাথপুর মৌলভীবাজার ও নবিগঞ্জ- হবিগঞ্জ সহ আরও অনেক এলাকায়।
কোন কোন জায়গায় গলা সমান পানি কোন এলাকায় কোমর সমান পানি ওসমানীনগরে উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নে প্রায় ৪ হাজার মানুষ পানি বন্ধি।
স্কুল মাদ্রাসা ও মসজিদে খোলা হয়েছে ১৫ টিরও ভেশি আস্রয় কেন্দ্র, প্রতিটি মুহূর্তে অপেক্ষায় থাকে খাবারের অপেক্ষায় পানি বন্ধি মানুষের দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি সরকার থেকে মিলছেনা পর্যাক্ত ত্রান।
দেশের বিভিন্ন সমাজের মানুষ এসেছেন সিলেট সুনামগঞ্জ চাতক চেরাপুঞ্জি কানাইঘাট কোম্পানিগঞ্জ দোয়ারা বাজার এলাকায় কিন্তু সদরের বাহিরে এখনও অনেক উপজেলা রয়েছে কোন ত্রান যাইনি।
২নং সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান ( সায়েদ আহমদ মুসা) ৯নং ওয়ার্ডের মেম্বার এসামুদ্দিন ও খসরুপুর এলাকার যবসমাজ, সরকার, দেশ ও প্রবাসের হৃদয়বান বৃত্তশালী মানুষদের কাছে দুস্থ ক্ষতিগ্রস্থ বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অনোরুদ করেছেন।
Leave a Reply