">
উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম ওয়াসার পানি পরীক্ষার কাজ শুরু করেছে বিশেষজ্ঞ টিম। এরই মধ্যে নমুনা পরীক্ষার জন্য ২৪টি উৎস চিহ্নিত করা হয়েছে। এসব নমুনা তিনটি ল্যাবে পরীক্ষার পর চট্টগ্রাম ওয়াসার পানি পানের উপযোগী কি না তা হাইকোর্টকে প্রতিবেদন আকারে জমা দেবে কমিটি।
কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনকে। সদস্য হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জোবাইদুল আলম, বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রতিনিধি ড. দীপংকর চক্রবর্তী এবং পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগারের উপ-পরিচালক মো. কামরুল হাসান।
Leave a Reply