"> আল্লামা আবদুল হালিম বোখারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আল্লামা আবদুল হালিম বোখারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক – Poilbarta 24 tv
  1. admin@poilbarta24tv.com : admin :
সোমবার, ০৫ জুন ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন

আল্লামা আবদুল হালিম বোখারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৮৩ Time View

আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) এক শোকবার্তায় বিশিষ্ট এ আলেমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক দেশবরেণ্য আলেম আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।

মঙ্গলবার রাত ১০টার পটিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাজা শেষে সেখানেই দাফন হওয়ার কথা রয়েছে।

গত রোববার আব্দুল হালিম বোখারী হঠাৎ শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি হন। পরে তাকে নেওয়া হয় আইসিইউতে। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যা, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 পৈল বার্তা টিভি
Design & Development Freelancer Zone